প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান


পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তেহরিক-ই-ইনসাফ নেতা, সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান। স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৯টায় প্রেসিডেন্ট ভবনে জড়ো হতে থাকেন অতিথিরা।
শনিবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে তাকে শপথ বাক্য পাঠ করান পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইন। জাতীয় সংগীত ও কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। এতে ইমরানের স্ত্রী বুশরা ইমরানসহ পিটিআইয়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন, দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী নাসিরুল মুল্ক, জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার, সেনাবাহিনীর প্রধান, জেনারেল কামার জাভেদ বাজওয়াসহ, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে শুক্রবার, দেশটির পার্লামেন্ট সদস্যরা ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন।