গুইমারা সদর ইউনিয়ন ছাত্রদলে সাংগঠনিক সভা অনুষ্ঠিত


সরকার বিরোধী আন্দোলনকে গতিশীল করার লক্ষে এবং গণতন্ত্র পুণরূদ্ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা ও সকল ওয়ার্ড কমিটি গতিশীল করার লক্ষে গুইমারা উপজেলা সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধা ৬ টার দিকে উপজেলা বিএনপি'র কার্যালয়ে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
এই সময় বক্তারা বলেন, উপজেলা ছাত্রদল ঐক্যবদ্ধ উল্লেখ করে আগামী নির্বাচনের জন্য উপজেলা ছাত্রদলের সকল নেতাকর্মী প্রস্তুত বলে জানান গুইমারা উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদল ।
সাংগঠিন সভায় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন সভাপতি আল আমিন, সিনিয়র সহ সভাপতি পারভেজ, সাধারাণ সম্পাদক ফোরকানুল হক সাকিব, যুগ্ন সাধারাণ সম্পাদক তানভীর সিহাব, সাংগঠনিক সম্পাদক মীর বাবলু, সাবেক সদর ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম, সদস্য মোঃ মোস্তফা, রুবেল, ফরহাদ,রাজু সহ প্রমুখ।