বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বংশাল থানা সেচ্ছাসেবক লীগের শোক সভা

বংশাল প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৩ পিএম, শনিবার, ১৮ আগস্ট ২০১৮ | ৪৬০
দেখতে দেখতে কেটে গেলো ৪৩টি বছর প্রতিবারেই নানা আয়োজনে পালিত হয় শোকের মাস আগষ্ট তাই  জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩২ নং ঢাকা মহানগর দক্ষিন বংশাল থানা সেচ্ছাসেবক লীগ কতৃক আয়োজন করা হয় শোক সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণী কর্মসূচি।
 
৩২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন সুমিতের পরিচালনায়, শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. মোল্লা মোঃ আবু কাওছার সভাপতি বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক  লীগ,ও উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ৭ আসনের সাবেক সফল এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন। 
 
শুক্রবার জুম্মার নামাজের পর শোক সভা ও দোয়া  মাহফিলের আয়োজন করা হয়। বাঙালি জাতীর মর্মস্পর্শী হৃদয়বিদারক শোকের দিন ১৫ আগস্ট। প্রতিবছর এই দিন আসে বাঙালির হৃদয়ে শোকের কালীমা আর পিতা হারানোর দীর্ঘশ্বাস হয়ে। বাঙালি জাতি গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের। রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হয়েছে জাতির পিতার শাহাদাতবার্ষিকী। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অশ্রুভেজা, কলঙ্কময় রাতের কথা।
 
১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতের কথা। যে রাতে স্ত্রী-সন্তানসহ স্বপরিবারে নিহত হয়েছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
 
উক্ত সভায় উদ্বোধনী বক্তবে ঢাকা ৭ আসনের সাবেক এমপি জালাল মহিউদ্দিন বলেন, ৪৩ বছর কেটে গেছে কিন্তু বঙ্গবন্ধু হারানোর ক্ষতে  এখনো রক্তঝরে। প্রধান অতিথির বক্তব্যে আবু কাওছার বলেন, বঙ্গবন্ধুর মত মহান নেতার আর এই ধরনীতে আসবে কিনা আমার জানা নেই। তবে তরুন প্রজন্মের প্রতি অনুরোধ তোমারা মুজিবের আদর্শে আদর্শিত হও।
 
মাহফিলের শেষার্ধে ৩২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন সুমিত বলেন, বঙ্গবন্ধু রক্তের সাথে মিশে গেছে, আমার রাজনীতির একমাত্র পথ প্রদর্শক হিসেবে বঙ্গবন্ধুকেই মানি। উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, দেবাশীষ বিশ্বাস সভাপতি আওয়ামী সেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিন, আরিফুর রহমান টিটু, সাধারন সম্পাদক আওয়ামী সেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর দক্ষিন, সহ ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ বিল্লাল শাহ সহ ৩২ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সংগ্রামী সভাপতি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
 
এছাড়া অনান্য অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন, বংশাল থানা ভারপ্রাপ্ত সভাপতি, আকাশ আহমেদ আলো, সাধারণ সম্পাদক, নিজাম উদ্দিন নিজাম ও সাংগঠনিক সম্পাদক আইনুদ্দিন রুবেল সহ৷ বিশিষ্ট ব্যাক্তবর্গরা। ১৫ আগস্ট মধ্যরাতে সুসজ্জিত একদল বিশ্বাসঘাতকের কাছে শহীদ হন অবিসংবাদিত নেতা জাতীর জনক শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু একটি নাম, একটি ইতিহাস।