সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কালিহাতীতে মানববন্ধন


সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের আয়োজনে ও উপজেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগীতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ আগস্ট) দুপুরে কালিহাতী বাসষ্ট্যান্ডে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, উপজেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি সাব্বির আহমেদ আব্বাসী, কালিহাতী প্রেসক্লাবের সহ-সভাপতি মীর আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারন সস্পাদক কামরুল হাসান, উপজেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারন সম্পাদক তারেক আহমেদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক রাইসুল ইসলাম লিটন, মেহেদী হাসান চেীধুরী, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, কোষাধ্যক্ষ মনির হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রানা, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম মাহফুজ, কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি আনিসুর রহমান শেলী ও দপ্তর সম্পাদক শুভ্র মজুমদারসহ প্রেসক্লাব ও কল্যাণ ট্রাস্টের সকল সদস্যবৃন্দ।