টাঙ্গাইলে পরিবেশ রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত


টাঙ্গাইলে সবুজ পৃথিবীর উদ্যোগে এবং বুরো বাংলাদেশের সহযোগিতায় পরিবেশ রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল বুধবার দুপুরে শহরের রেজিষ্ট্রিপড়ায় বুরো বাংলাদেশ এর মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সবুজ পৃথিবীর উপদেষ্টা মো. মোফাখ্খারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুসদের ডীন প্রফেসর ড. এস.এম সাইফুলাহ্, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং লৌহজং নদী সুরক্ষা কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বেলা’র সিনিয়র গবেষক সোমনাথ লাহিড়ী। আলোচনায় বক্তরা পরিবেশ রক্ষায় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। বিভিন্ন সময় সবুজ পৃথিবী সংগঠনের কার্যক্রমে সহযোগিতা করায় ডা. মো. আব্দুল্লাহ, শিক্ষক আব্দুল মান্নান, ব্যবসায়ী রঘুনাথ বসাক এবং সবুজ পৃথিবীর পরিচালক শারমিন আলমকে সবুজ পৃথিবীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সবুজ পৃথিবীর নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ।