দেলদুয়ারে পাপিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


টাঙ্গাইলের দেলদুয়ারে মারিয়া আক্তার পাপিয়া নামের গৃহবধূ (২৯) হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে দেলদুয়ার থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার নাটিয়াপাড়া থেকে গ্রেফতার করা হয়। আটককৃত মীর মনির (৩০) উপজেলার ডুবাইল ইউনিয়নের ডুবাইল উত্তর পাড়া গ্রামের মীর সমেজের ছেলে।
জানা যায় গত ২৭ নভেম্বর ২০১৭ তারিখে বিষপানে মনিরের স্ত্রী পাপিয়ার মৃত্যু হয়। তবে পাপিয়ার বাবা-মায়ের অভিযোগ শারিরিক ভাবে নির্যাতন করে পরিকল্পিত ভাবে জোর পূর্বক বিষ খাইয়ে হত্যা করা হয় তাদের মেয়েকে।
এ নিয়ে পাপিয়ার মা মোছাঃ পারভিন বেগম বাদি হয়ে চলতি বছর ১ জানুয়ারি টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাপিয়ার স্বামী মীর মনির হোসেন (৩০), শাশুড়ি মমতাজ বেগম (৫০), শশুড় মীর সমেজ (৫০), সুমা আক্তার (১৯), সুমি আক্তার (২২) কে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিল মীর মনির।
এ প্রসঙ্গে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, উপজেলার নাটিয়াপাড়া থেকে বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বৃহস্পতিবার তাকে কোর্টে চালান করা হবে।