শেষ হয়েছে সিলেট সিটিতে পুনঃভোট গ্রহণ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, শনিবার, ১১ আগস্ট ২০১৮ | ৪৪৬

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজকের নির্বাচনে মেয়রের চেয়ারে বসতে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রয়োজন ১৬১ ভোট। পক্ষান্তরে নৌকা প্রতীকের বদর উদ্দিন কামরানকে পেতে হবে স্থগিত হওয়া ‍দুই কেন্দ্রের ৪ হাজার ৭৮৭ ভোট।

উল্লেখ্য যে, গত ৩০ জুলাই ২৪ ও ২৭ নং ওয়ার্ডের দু’টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

৩০ জুলাই ১৩২টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে আরিফ পেয়েছিলেন ৯০ হাজার ৪৯৬ ভোট। নৌকা প্রতীকে কামরান পেয়েছিলেন ৮৫ হাজার ৮৭০ ভোট। দু’জনের ভোটের ব্যবধান ৪ হাজার ৬২৬।
 
নির্বাচন কমিশন গত ১ অক্টোবর স্থগিত হওয়া দু’টি কেন্দ্রের মেয়র পদ ছাড়াও ওই দু’টি ওয়ার্ডের কাউন্সিলর পদে এবং সংরক্ষিত ওয়ার্ড-৭ (১৯,২০ ও ২১) ওয়ার্ডে সমান সংখ্যক ভোট পাওয়া দুই নারী নারগিস সুলতানা (চশমা) ও নাজনীন আকতার কণার (জিপ গাড়ি) মধ্যে ১৪ কেন্দ্রে ১১ আগস্ট পুনঃভোটগ্রহণের দিন ধার্য করে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।