সাংবাদিকদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৫ এএম, শনিবার, ১১ আগস্ট ২০১৮ | ৩৯৮

শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কমূসূচি পালন করা হয়েছে। ১১ আগস্ট শনিবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, এনটিএন বাংলার জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মির্জা শাকিল, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি জগনাথ সাহা জয়, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী তাজ উদ্দিন রিপন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মো. মামুনুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর যে বা যাহারা হামলা করেছেন তাদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করি।

হামলাকারীরা যদি সরকার দলীয় ও বিরোধী দলীয় কেউ হয় তাহলেও তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। তা না হলে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।