ময়মনসিংহ অঞ্চলের ৫ জেলার বাসিন্দাদের ঘরোয়া মিলন মেলা

মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল আহ্বায়ক এবং মোহাম্মদ শরীফুল হক সদস্য সচিব

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, শনিবার, ৭ এপ্রিল ২০১৮ | ৮৮৭

কিশোরগঞ্জের সন্তান টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল কে আহ্বায়ক এবং ময়মনসিংহের সন্তান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ শরীফুল হক কে সদস্য সচিব করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলসমূহের ৫ টি জেলা (ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোণা, জামালপুর, শেরপুর) নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন করার লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৬ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইল অফিসার্স ক্লাব মিলনায়তনে টাঙ্গাইলে বসবাসরত ওই অঞ্চলের সন্তানদের মধ্যে সরকারি-বেসরকারি কর্মকর্তা, সুধীজন, ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের অংশগ্রহনে এক ঘরোয়া মিলন মেলার সৃষ্টি হয়।

এসময় উপস্থিত সবার সম্মতিক্রমে এক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যানরা হলেন, যুগ্ম আহ্বায়ক মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সহযোগী অধ্যাপক নাজিম উদ্দিন (ময়মনসিংহ), যুগ্ম আহ্বায়ক সাংবাদিক তনয় কুমার বিশ্বাস (কিশোরগঞ্জ), সদস্য মাভাবিপ্রবি এর ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুল মোতালেব (ময়মনসিংহ), কুমুদিনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক প্রানেশ রঞ্জন রায় (নেত্রকোণা), ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ (নেত্রকোণা) , কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার (ময়মনসিংহ), এনএসআইয়ের যগ্ম পরিচালক ওয়াসিউর রহমান (নেত্রকোণা), জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক কৃষিবিদ মো. আসাদুজ্জামান (ময়মনসিংহ), সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান (ময়মনসিংহ), সহকারী কমিশনার (ভূমি) সুখময় সরকার (ময়মনসিংহ), উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো টাঙ্গাইলের সহকারী পরিচালক একেএম বজলুর রশিদ (ময়মনসিংহ), বিএডিসির যুগ্ম পরিচালক মো. শহীদুল­াহ শেখ (ময়মনসিংহ), পরিবেশ কর্মী সহিদ মাহমুদ (ময়মনসিংহ), ব্যবসায়ী মো. কামরুল ইসলাম (ময়মনসিংহ), এসআই মো. রেজাউল করিম (জামালপুর), উত্তম কুমার সেন (ময়মনসিংহ), বিজয় দেবনাথ (কিশোরগঞ্জ), টেক্সটাইল ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মুহাম্মদ আহাদ আল মুঈন (ময়মনসিংহ) এবং শিক্ষার্থী কবির মিয়া (ময়মনসিংহ)।

এসময় সংগঠনের নামকরণ, কর্মকান্ড এবং রুপরেখা নিয়ে উপস্থিত সকলের মধ্যে মুক্ত আলোচনা হয়। পরবর্তী সভায় পূর্নাঙ্গ কমিটি গঠন এবং সমিতির নামকরণ চূড়ান্ত করা হবে বলেও সিদ্ধান্ত গৃহিত হয় সভায়।

৫ জেলার বাসিন্দা যারা টাঙ্গাইল জেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে কর্মরত, শিক্ষক, সুধীজন, ব্যবসায়ী, পেশাজিবী এবং শিক্ষার্থী রয়েছেন তাদের সকলের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন, একে অপরের প্রতি সহযোগিতা এবং নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করাই এ সংগঠনের মূল লক্ষ্য বলে জানিয়েছে উদ্যেক্তারা।

উলে­খিত ৫ জেলার বাসিন্দা টাঙ্গাইলের বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে কর্মরত, শিক্ষক, সুধীজন, ব্যাবসায়ী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের এই সংগঠনের সদস্য হওয়ার জন্য যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন (০১৭১২৫২৯৩০৭) ও তনয় কুমার বিশ্বাস (০১৭৪৭২৪০৯৩২) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে আহ্বায়ক কমিটি।