মাদ্রাসা শিক্ষকের যৌন নির্যাতনের শিকার ৩৬ শিশু!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, শনিবার, ২৮ জুলাই ২০১৮ | ৫০৯

ফের যৌন নির্যাতনের ঘটনা মাদ্রাসায়। মাদ্রাসা শিক্ষকের বিকৃত লালসার শিকার ৩৬ নাবালিকা। পুলিশি তৎপরতায় উদ্ধার করা হয়েছে ৩৬ শিশুকে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককেও।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনে শহরের কাটরাজ এলাকায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার মাদ্রাসা থেকে উদ্ধার করা হয়েছে ৩৬ জন মেয়ে শিশুকে। ওই মাদ্রাসায় ৫ থেকে ১৪ বছরের শিক্ষার্থীদের পাঠদান করা হয়।

অভিযোগ, বেশ কিছুদিন ধরেই পড়ুয়াদের উপর যৌন নির্যাতন চালাচ্ছিল মাদ্রাসার শিক্ষক মৌলানা সাবের ফারুকি। একাধিক নাবালিকা পড়ুয়াকে ধর্ষণও করেছে সে। বিষয়টি প্রথম সামনে আসে জানুয়ারি মাসে।

এক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ জানান, মাদ্রাসায় ধর্ষণ করা হয়েছে তাঁর নাবালিকা মেয়েকে। ওই মাসেই পুলিশের দ্বারস্থ হন আরও এক অভিভাবক। তারপরই তৎপর হয় পুলিশ। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মৌলানাকে।