টাঙ্গাইলে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাবে

টাঙ্গাইল জেলার কালিহাতী থানার হরিপুর গ্রাম থেকে ২০০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার বিকালে হরিপুর গ্রামে মেসার্স পলাস অটো রাইচ মিল এর সামনে অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ আঃ সামাদ (৩৫),আঃ রাজ্জাক (৪০), মোঃ আহসান হাবিব (৩৮)।
র্যাব সূত্র জানা য়ায়, র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতি থানার হরিপুর গ্রামে মেসার্স পলাস অটো রাইচ মিল এর সামনে অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করা হয়।
সাক্ষীদের সম্মুখে আসামীগণকে জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ পূর্বক মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।।
র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।