গ্রিসে দাবানলে ২০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ এএম, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮ | ৪১০

গ্রিসে দাবানলে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে শতাধিক। হতাহতের মধ্যে রয়েছে ১৬ শিশু। পরিস্থতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

রাজধানী এথেন্সের কাছে বেশ কিছু এলাকায় পৃথক দাবানলে পুড়ে গেছে ১শ’র বেশি বাড়িঘর। রাজধানী এথেন্সের আশপাশের এলাকা থেকে ঘড়বাড়ি ছেড়ে গেছে অনেকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কয়েকশো দমকলকর্মী। পরিস্থিতি সামাল দিতে সম্ভাব্য সবকিছু করা হবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। বসনিয়া সফর সংক্ষিপ্ত করেছেন তিনি। 

হতাহতদের বেশিরভাগই সমুদ্র সৈকতের পাশে মাতি রিসোর্টে আটকা পড়ে। নিজ বাড়িতে বা গাড়িতে আটকা পড়ে বেশিরভাগ নিহত হয়। এদিকে আগুন থেকে বাঁচতে নৌকা নিয়ে সরে যাওয়া ১০ পর্যটককে খুঁজতে উদ্ধারকাজ চলছে।