টাঙ্গাইলে নাইট্রিক এসিড ও মোবাইল সহ গ্রেফতার ৩


টাঙ্গাইলে ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃস্পতিবার ১৯ জুলাই দুপুরে টাঙ্গাইল সদরের ছয় আনি বাজারে অনামিকা জুয়েলার্স এর সামনে অভিযান পরিচালনা করে ৩ জনকে ৩৫লিটার নাইট্রিক এসিড ও ৪ টি মোবাইলসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের পাছবেথইর গ্রামের মৃত আনন্দ দত্তের ছেলে অনন্ত দত্ত (৪৫), নগর জলফের মোঃ কাদের মিয়ার ছেলে মোঃ চাঁন মিয়া(৩০) ও গালা ইউনিয়নের পাছবেথইর গ্রামের মোঃ হেলাল উদ্দিনের ছেলে মোঃ আঃ লতিফ (৩০)।
আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় দীর্ঘদিন যাবৎ এসিড জাতীয় দ্রব্যাদি অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ অন্যান্য এলাকায় বিক্রয় ও সরবরাহ করার কথা স্বীকার করে।
র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
এমএমআর