নাগরপুরে বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, শুক্রবার, ২০ জুলাই ২০১৮ | ৪৩২

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সলিমাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় এস টি আই উচ্চ বিদ্যালয় মাঠে বাল্য বিবাহ, মাদক ও জঙ্গীবাদ মুক্ত সচেতনতা বৃদ্ধিকল্পে আলোচনা সভায় শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন করে।

ইউপি চেয়ারম্যান দাউদুল ইসলাম দাউদের সভাপতিত্বে আনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ খন্দকার আবদুল বাতেন।

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা শাহীন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, জনতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মিনজুর রহমান, তেবাড়িয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. মালেক, সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম মন্টু, এসটিআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিদুল ইসলাম সেলিম, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত স্কুল কলেজ ও অভিবাবকদের বাল্য বিবাহ মুক্ত ঘোষনার শপথ করান। এ সময় বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা সকল ছাত্র-ছাত্রী শিক্ষক/শিক্ষিকাসহ অভিবাবকরা উপস্থিত ছিলেন।