কেমন ছিল গুহার জীবন?

ঘরে ফেরার আগে অভিজ্ঞতা জানালো থাই ফুটবলাররা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ পিএম, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮ | ৪২৯

হাসপাতাল থেকে আজই ছাড়া পেল থাইল্যান্ডের ‘ওয়াইল্ড বোয়ার্স’ দলের সদস্যরা। এরপর ঘন্টা খানেক সাংবাদিক বৈঠকে আড্ডা দিল ১২ জন খুদে ফুটবলার এবং তাদের কোচ। উপস্থিত ছিলেন চিয়াং রাই হাসপাতালের চিকিত্সকরাও। ওই খুদেদের দুঃসাহসিক অভিযানের কথা শুনতে অপেক্ষা করছিলেন তাদের পরিজন এবং সাংবাদিকরা। গুহার ভিতর ১৭ দিনের লড়াইয়ের কথা এদিন অকপটে শোনালো তারা।

থাম লুয়াং গুহা অভিযানে যাওয়ার কথা পরিবারের লোক জানে কিনা প্রশ্ন করা হলে অনেকেই একটু ইতস্তত বোধ করে। কিন্তু সত্যি কথা বলেই ফেলে সবাই। ১২ জন খুদের মধ্যে অধিকাংশই মিথ্যে কথা বলে গুহায় বেড়াতে গিয়েছিল। এক খুদে বলে, সত্যি কথা বললে বাবা বকতো। আর একজন সবার সামনে স্বীকার করে নেয়, সে দিন ভুল গুহার নাম বলেছিলাম বাবা-মা-কে।

 

অবশেষে আজই ঘরে ফিরছে শিশুরা। প্রসঙ্গত, গত ২৩ জুন থাম লুয়াং গুহা অভিযান যায় ‘ওয়াইল্ড বোয়ার্স’ দলের ১৩ জন সদস্য। এরপর প্রবল বর্ষণের ফলে হড়পা বাণে জলমগ্ন হয়ে পড়ে গুহা। প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত গভীরে পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু গুহা জলমগ্ন হয়ে পড়ায় আটকে পড়ে। ন’দিনের মাথায় প্রথম তাদের খোঁজ পায় দুই ব্রিটিশ ডুবুরি। এরপর চলে যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকার্য। দেশ-বিদেশে সামরিক এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে ১৭ মাথায় উদ্ধার হয় সব কটি শিশু।