ইসরাইলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২২ এএম, রোববার, ১৫ জুলাই ২০১৮ | ৪২৩

অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৪ জন।

শনিবার এ বিমান হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ জানায়, নিহত দুই কিশোরের একজনের বয়স ১৫ ও আরেকজনের বয়স ১৬ বছর।

এক টুইট বার্তায় হামলার কথা স্বীকার করেছে ইসরাইল। তারা জানায়, উঁচু ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরাইলের দাবি, তারা হামাসের স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই কিশোর ছাদে খেলাধুলা করছিল। এমন সময় ইসরাইলি হামলায় নিহত হয় তারা। গেল ৩০ মার্চ শুরু হওয়া ভূমি দিবসের কর্মসূচির পর থেকে ধারাবাহিক বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা। এতে এখন পর্যন্ত ১শ ৩৮ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।