মির্জাপুরে কর প্রায় দ্বিগুণ হয়েছে


মির্জাপুরে সঠিকভাবে ভুমি উন্নয়ন কর নির্ধারন করায় করের পরিমান প্রায় দ্বিগুণ হয়েছে বলে জানা গেছে।
মির্জপুর ভুমি অফিসের তত্ত¡াবধানে দুই মাসব্যাপি পরিচালিত এক সরেজমিন জরিপ থেকে এই তথ্য জানা গেছে।
জানা যায় গত ২০১৬-২০১৭ অর্থবছরে গোড়াই ইউনিয়নে ভুমি উন্নয়ন কর নির্ধারিত হয় ২২ লক্ষ ১৪ হাজার ৯শ ৮৫ টাকা। এই করের পরিমান দেখে ভুমি অফিস থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সঠিকভাবে কর নির্ধারনের। এর জন্য গোড়াই ইউনিয়নের ১৩ টি মৌজার মধ্যে মইননগরকে বাছায় করা হয়। উপজেলার ১৪টি ইউনিয়ন ১টি পৌরসভার ভুমি কর্মকর্তাকে পর্যায়ক্রমে দায়িত্ব দেওয়া হয় সঠিকভাবে কর নির্ধারনের জন্য।
দুই মাসের সরেজমিন জরিপে ওই মৌজার ভুমি উন্নয়ন কর নির্ধারিত হয় ২৬ লক্ষ ৭৩ হাজার ৩ শ ৮ টাকা। যা গত ২০১৬-২০১৭ অর্থ বছরে ছিল ১৪ লক্ষ ৮০ হাজার। এই কর গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।
এব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) রুমানা ইয়াসমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন প্রতি বছর তরিঘরি করে ভুমি উন্নয়ন কর নির্ধারন করা হয়ে থাকে। গোড়াই ইউনিয়নের ভুমি উন্নয়ন কর দেখে মনে হচ্ছিল এটা আরো বেশি হবার কথা। সেজন্য একটি মৌজা নির্বাচন করে সরেজমিনে পরিক্ষামুলকভাবে জরিপ করা হয়। এতে সরকার আরো বেশি রাজস্ব পাবে।