মারমা ধর্ষণ ও রাণী ইয়েন ইয়েনের উপর হামলা প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:১৬ পিএম, রোববার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৮৪

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই মারমা বোনকে ধর্ষণকারীদের বিচার ও রাণী ইয়েন ইয়েন এর উপর হামলার প্রতিবাদে এবং বাংলাদেশে ধর্ষিত ও নির্যাতিত নারী ও শিশুদের সুষ্ঠু বিচার পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে মাভাবিপ্রবি আদিবাসী ছাত্রসংঘ।

রবিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম, এফ.টি.এন.এস বিভাগের মনসী প্রসাদ চাকমা, রসায়ন বিভাগের জয় কুমার সরকার হাজং, বি.জি.ই বিভাগের মিঠুন ঘাগ্রা, ই.এস.আর.এম বিভাগের বার্নাবাস যেত্রা, আই.সি.টি বিভাগের সুজন চাকমা, সি.এস.ই বিভাগের সুপ্রিম চাকমা, অর্থনীতি বিভাগের সজীব ভৌমিক, বি.বি.এ বিভাগের রিয়া স্পং ও জীবন চাকমা, বি.এম.বি বিভাগের স্পেসন ঘাগ্রাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চলে সেনা শাসন। প্রতি ১০ কি: মি: অন্তর অন্তর বসানো হয়েছে অস্থায়ী সেনা ক্যাম্প। প্রায়শই সেনাবাহিনী কতৃক উপজাতিরা ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হচ্ছে। দোষীদের উপযুক্ত শাস্তির জোর দাবী জানাচ্ছি সরকারের কাছে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি রাঙামাটির বিলাইছড়ির দুই মারমা কিশোরীকে অস্ত্রের মুখে ধর্ষণ করে সেনা সদস্যরা। বিষয়টি চাকমা সার্কেলের রাণী ইয়েন ইয়েনকে জানানো হয়। তিনি এর প্রতিবাদ করলে তার উপর এবং অভিযোগকারী পরিবারের উপর হামলা চালায় সেনাপ্রশাসন।