কালিহাতীতে ফাঁস দিয়ে কলেজ ছাত্রী ও গৃহবধুর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:৫০ এএম, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ | ৫৭৮

টাঙ্গাইলের কালিহাতীতে ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রী ও গৃহবধু আত্ম হত্যা করেছেন। শুক্রবার বিকালে উপজেলার মালতী ও বেরবাড়ি গ্রামে ঘটনা ২টি ঘটে।

শুক্রবার বিকালে উপজেলার মালতী গ্রামে নিজ ঘরে ফ্যানের সাথে ফাঁস দেন। সে রবিউল ইসলামের মেয়ে এবং ভূঞাপুর ইব্রাহীম খাঁ কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। স্থানীয়রা জানান রিনা আক্তারের বিয়ের কথা বার্তা চলছে। বিয়ে সংক্রান্ত জটিলতার কারনে রাগ অভিমানে আত্মহত্যা করেছেন। 

এদিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন সিদ্দিকী জানান বেরবাড়ি গ্রামে তাসলিমা আক্তার (২৫) নামের এক মহিলা রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সে দিনমজুর নুরুল ইসলামের মেয়ে। তাসলিমার একাধিক বিয়ে হয়েছিল।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন ২ টি আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে বলেন এব্যাপারে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।