ঝিনাইগাতীতে বিরল প্রজাতির প্রাণী উদ্ধার

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী সংবাদদাতা
প্রকাশিত: ০২:০৩ পিএম, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮ | ৪৯০

জেলার ঝিনাইগাতী উপজেলার সদরের চাউল বাজারের পূর্ব পার্শ্বে সাংবাদিক গোলাম রব্বানী টিটুর বাসা থেকে ৭জানুয়ারি সকালে বিরল প্রজাতির একটি প্রাণী আটক করা হয়েছে। স্থানীয় উত্তরণ পাবলিক স্কুলের ৮ম শ্রেণীতে পড়–য়া ছাত্র গোলাম সারুয়ার শিহাব বিরল প্রজাতির প্রাণীটিকে কৌশলে আটক করতে সক্ষম হয়।

শিহাব জানায়, “প্রতিদিনের মতা রবিবার সকালে আমি পড়তে বসি, এমতাবস্থায় জানালার ফাঁকা দিয়ে বিরল প্রজাতির প্রাণীটি উঠোনের মাঝ দিয়ে হেটে যেতে দেখি। তখন আমি বাহিরে বের হয়ে আমার মাতার সহযোগিতা নিয়ে কৌশলে প্রাণীটিকে ধরতে সক্ষম হই”।

বিরল প্রজাতির প্রাণী আটকের সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস ও রাংটিয়া রেηের বিট কর্মকর্তা ইলিছুর রহমান ঘটনাস্থলে পৌঁছলে তাদের নিকট ওই প্রাণীটি হস্তান্তর করা হয়।

প্রাণীটির গায়ে কালোর মধ্যে সাদা সাদা দাগ রয়েছে। উদ্ধারকৃত প্রাণীটি মেছো বাঘের বাচ্ছা/গন্ধগোকুল/বাঘাল্লে তা কেহই বলতে পারছেনা। বনবিভাগ বলছে প্রাণীটি গন্ধগোকুল নামে পরিচিত।

এর শরীর থেকে আতপ চাউলের ন্যঅয় গন্ধ বাহির হয়। ওসি বিপ্লব কুমার বিশ^াস সাহসী ভূমিকা নিয়ে বিরল প্রজাতির প্রাণীটি উদ্ধার করায় ছাত্র শিহাবকে ধন্যবাদ জানান। শেরপুরের সহকারী বনসংরক্ষক বিরল প্রজাতির প্রাণীটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন ।