ব্রিটেন পাঁচ লাখ পাউন্ড জরিমানা করল ফেসবুককে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ এএম, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮ | ৪২৮

ফেসবুককে পাঁচ লাখ পাউন্ড জরিমানার পরিকল্পনা করছে ব্রিটেনের তথ্য অধিকার সংরক্ষণ বিষয়ক সংস্থা। ক্যামব্রিজ অ্যানালিটিকার তথ্য চুরির জের ধরে এই জরিমানার কথা ভাবছে ব্রিটেন। 

ব্রিটেনে এটাই হবে এ ধরণের সবচেয়ে বড় অংকের জরিমানা। তবে জরিমানার ব্যাপারে খুব দ্রুত জবাব দেয়া হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। গত বছর ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে অনৈতিকভাবে ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ উঠেছিলো। 

ফলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার বিষয়ে গণভোটের ফলাফল প্রভাবিত হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তীব্র বিতর্কের মুখে গত মে মাসে ক্যামব্রিজ অ্যানালিটিকা প্রতিষ্ঠানটি বন্ধ করার ঘোষণা দেয়া হয়। 
এছাড়া বিলুপ্ত হওয়া ক্যামব্রিজ অ্যানালিটিকার সহযোগী সংস্থা এসসিএল ইলেকশনের বিরুদ্ধেও ফৌজদারি মামলা করার কথা ভাবছে তথ্য অধিকার সংরক্ষণ বিষয়ক সংস্থা।