থাইল্যান্ডের গুহা থেকে ৬ জন উদ্ধার


শ্বাসরুদ্ধকর অভিযানের মধ্য দিয়ে বের করে আনা হলো থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোর ফুটবলারদের ৬ সদস্যকে। রোববার (৮ জুলাই) বিকেলে গুহা থেকে তাদের বের করে আনা হয়। এরপর চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নেয়া হয় হাসপাতালে। বিপদজ্জনক এ অভিযানে দুজন ডুবুরি একজন করে ফুটবলারকে বের করে আনেন।
রোববার সকালে আলো, বাতাসহীন অন্ধকার গুহায় প্রবেশ করে দেশি-বিদেশি ডুবুরি ও নৌবাহিনীর সদস্যদের সমন্বয়ে চৌকস উদ্ধারকারী দল। শুরু হয় তাদের বিশেষ অভিযান ‘ডি-ডে’।
দুজন ডুবুরি একজন কিশোর ফুটবলারকে বের করে আনার কাজে নিয়োজিত। একজনকে বের করে আনতে সময় লাগছে ১১ ঘণ্টা করে। সামনে রয়েছে একজন ডুবুরি, পেছনে আরেকজন। সামনের ডুবুরি কিশোর ফুটবলারের অক্সিজেন বোতল বহন করে উদ্ধার কাজে নেতৃত্ব দেন, পেছনের ডুবুরি সহায়তাকারী হিসেবে কাজ করেন। এভাবেই ধাপে ধাপে সাফল্য আসতে শুরু করে। বের করে আনা হয় আটকে পড়াদের। পুরো প্রক্রিয়া শেষ করতে দুই থেকে তিনদিন লেগে যাবে বলে কর্তৃপক্ষ জানায়।
অভিযানের নেতৃত্বে আছেন স্থানীয় মেয়র নারোংসাক ওসোটানাকোর্ন। অভিযান শুরুর সময় তিনি জানান, এখনই সময় আটকে পড়াদের বের করে আনার। ফুটবলারদের পরিবারও অভিযান শুরু করার অনুমতি দিয়েছে। এছাড়া ফুটবলাররাও মানসিক ও শারীরিকভাবে দৃঢ় আছে।
তিনি বলেন, ‘আমরা চূড়ান্ত অভিযান পরিচালনা করছি। স্বল্প সময়ের মধ্যেই একে একে প্রত্যেককে বের করে আনা হবে।’
উদ্ধারকাজে দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়া সবাইকে এলাকা ছাড়ার নির্দেশনা দেয়া হয়। দেশটির প্রধানমন্ত্রী সোমবার (৯ জুলাই) ওই এলাকা পরিদর্শনে যাবেন।
গত ২৩ জুন থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের 'থাম লুয়াং' গুহায় কিশোর ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচ গুহায় আটকা পড়েন।