যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে


ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ করেছে কয়েক লাখ মানুষ। অভিবাসী শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন না করার দাবিতে আরও প্রায় সাড়ে ছয়শো কর্মসূচির ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা।
রাজধানী ওয়াশিংটন, নিউ ইয়র্ক, শিকাগোসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিক্ষোভ যোগ দেন কয়েক লাখ মানুষ। অবৈধ অভিবাসী বাবা মায়ের সঙ্গে শিশুদেরও আটক রাখার পক্ষে যুক্তরাষ্ট্র। শুক্রবার ক্যালিফোর্নিয়ার আদালতে ট্রাম্প প্রশাসনের এক রিটের পর বিক্ষোভ ছড়িয়ে পরে দেশজুড়ে।
সম্প্রতি ট্রাম্পের অভিবাসন নীতিতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয় ২ হাজারেরও বেশি শিশু। চাপের মুখে, পরে এক নির্বাহী আদেশে সেই অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প। মার্কিন অভিবাসন আইনে অভিবাসী শিশুদের আটকের ২০ দিনের মধ্যে মুক্তি দেয়ার বিধান রয়েছে।