দুস্থ-হতদরিদ্রের মাঝে উপজেলা ভাইস চেয়ারম্যানের ঈদসামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৪ পিএম, বুধবার, ১৩ জুন ২০১৮ | ৪৫৯

দুস্থ-হতদরিদ্রের মাঝে ঈদের দিনের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করলেন ঠাকুরগাঁও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলমগীর।

বুধবার (১৩ জুন) বেলা ১২ টায় ঠাকুরগাঁও জেলা শহরের সালন্দরে ঠাকুরগাঁও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলমগীরের উদ্যোগে রমজান ও ঈদে দুস্থ-হতদরিদ্রের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল, ১ কেজি করে তেল, দুধ, চিনি, সেমাই, মসলা, লবণ, আলু, পিয়াজ, রসুন এবং খেজুর।

উল্লেখ্য, উক্ত কর্মসূচিতে ৫০ জন দুস্থ-হতদরিদ্রের মাঝে উক্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসমূহ বিতরণ করা হয়।