টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় নিহত ২


টাঙ্গাইলের ভুঞাপুরে পিকআপের ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বুধবার (১৩ জুন) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার অর্জুনা ইউনিয়নের তারাই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মো. আমীর আলী (৪০), অপরজন ট্রেনে কাটা পড়া ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা বিডি২৪লাইভ কে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত আমীর আলী (ভূঞাপুর-তারাকান্দী) সড়কের তারাই গ্রামে রাস্তার পাশে দাড়িয়ে ছিল। পথিমধ্যে ভূঞাপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ লোকটিকে ধাক্কা দিলে পৃষ্ট হয়ে ঘনাস্থলে আমীর নিহত হয়। গাড়ির প্লেট নং ১৭-৩৭-১০।
অন্যদিকে উপজেলার আগতেরিল্যা গ্রামে ট্রেনে কাটা পড়া অবস্থায় নিহতের লাশ ক্ষত-বিক্ষত অবস্থায় রেললাইনের মাঝখানে দুখন্ড দেখে পায়। পরে জানা জানি হলে লোকজন ছুটে আসে লোকটিকে দেখতে। কিন্তু কেউ তার নাম পরিচয় সনাক্ত করতে পারেনি।
এ ঘটনায় ভূঞাপুর থানা ইনচার্জ অফিসার আব্দুস ছালাম মিয়া বিডি২৪লাইভ কে জানান, সড়ক দুর্ঘটনায় বিষয়টা স্থানীয়দের কাছে খবর জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটিকে উদ্ধার করার প্রক্রিয়া চলছে। সেই সাথে এব্যাপারে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান, ট্রেনে কাটা পড়ে নিহতের বিষয়ে অবগত নই।