সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর দন্ড


টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের দায়ে ৩ মাদকসেবীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম মৌসুমী সরকার রাখী এ কারাদন্ডদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার কালিদাস বাজার এলাকা থেকে সবুজ মিয়া (২১) বিপ্লব হোসেন (১৯) এবং শাকিল হোসেন (২২) নামের ৩ মাদকসেবীকে আটক করে পুলিশ। পরে রাতে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে সবুজ ও বিপ্লবকে ৪ মাস করে এবং শাকিলকে ১ সপ্তাহের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম তুহীন আলী বলেন, মাদকসেবনকালে ওই তিন যুবককে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। পরে তাদের রোববার দুপুরে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী সরকার রাখী বলেন, মাদকসেবনের কথা স্বীকার করায় সবুজ বিপ্লব এবং শাকিলকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড জরিমানা করা হয়েছে।