চাঁদ রাতে চাঁদের হাসি দেখতে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের উপহার


"যতই আসুক করোনা;ঈদের খুশি মরো না" এই শ্লোগান নিয়ে রংপুরে পীরগঞ্জ উপজেলার লেখক,কবি,গীতিকার,সুরকার ও গণমাধ্যমকর্মী সেবু মোস্তাফিজের দুই কন্যা অর্চি মোস্তাফিজ ও থৈথৈ মোস্তাফিজ এবং ভাগিনি প্রাপ্তি তাদের সামান্য ঈদ খরচের পুরোটাই ঈদে অবুঝ শিশুদের মুখে হাসি ফোটাতে চাঁদ রাতে সুবিধাবঞ্চিত শিশুদের বিশেষ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে।
রবিবার বিকালে উপজেলার পৌর এলাকার বিভিন্ন সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাড়ান।
জানা যায়- সুবিধাবঞ্চিত শিশুদের উপহার সামগ্রী হিসেবে সেমাই,চিনি,বাদাম,কিসমিস,দুধের প্যাকেট,টুপি,গোসলের সাবান,চকলেট ও আতর বিতরণ করেন। তাদের টিফিনের ও জমানো টাকা এবং ঈদে পরিবার থেকে পাওয়া ঈদ অর্থ থেকে বিশ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে বিতরণ করা হয়। এর পূর্বে পীরগঞ্জে সামাজিক উদ্যোগ (সউ) নামে একটি সামাজিক সংগঠনের দূর্যোগকালীন সহয়তা হিসাবে নগদ অর্থ জমা দেন।
এ বিষয়ে স্কুল পড়ুয়া অর্চি মোস্তাফিজ বলেন-বাবা করোনায় গৃহবন্দি প্রতিবেশীদের হক আদায় করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে। এটি তাদের অনুপ্রাণিত করেছে। তাই শিশুদের হক আদায় করতে এই উদ্যোগ।
এ বিষয়ে সেবু মোস্তাফিজ বলেন-আমি হয়তো এদের মাঝে যোগ্য উত্তরসূরী রেখে যেতে পারবো।এসময় তিনি তাদের পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।