ইন্দোনেশিয়ায় চার্চে হামলা, নিহত ৬


ইন্দোনেশিয়ায় চার্চে (গির্জা) আত্মঘাতী হামলায় অন্তত ছয়জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। পুলিশ বলছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। রোববার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় এ ঘটনা ঘটে।
পূর্ব জাভার পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং বলেছেন, তিনটি চার্চে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, অন্য কোনো চার্চে বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা তা জানার চেষ্টা করছে সরকার।
তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় মাঝে-মধ্যে চার্চে হামলার ঘটনা ঘটে। এর আগে ২০০০ সালে বড় দিনের অনুষ্ঠান চলাকালে একটি চার্চে হামলায় অন্তত ২০ জন নিহত হয়।
এদিকে, রোববারের বিস্ফোরণের ঘটনায় সুরাবায়ার সকল চার্চ বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শহরে একটি বড় ধরনের ফুড ফেস্টিভাল হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।