ডিমের ভেতর আরেকটি ডিম!


ডিমের ভিতর আরেকটি ডিম। যেমনটা পাওয়া গেল অস্ট্রেলিয়ার কুয়িন্সল্যান্ডের স্টকম্যান'স এগস ফার্মে।
প্রতিদিনের মত সকালে ডিম সংগ্রহ করছিলেন ফার্মের কর্মী জিপি। হঠাৎ একটি মুরগির বেশ বড় ডিম দেখতে পান।
সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, উত্তর কুইন্সল্যান্ডের একটি ফার্মে ওই ডিমটি পাওয়া যায়। সেটির ওজন ১৭৬ গ্রাম, আর আকৃতি একজন পূর্ণবয়স্ক মানুষের হাতের তালুর সমান। ডিমটি ফাটানো হলে এর ভেতরে আরেকটি ডিম পাওয়া যায়।
স্টকম্যান নামের ওই ফার্মের এক কর্মী জানান, ‘এমন ঘটনা খুবই বিরল। আমরা ভেবেছিলাম ভেতরে চারটি কুসুম আছে। যেখানে ডিমটি পাওয়া যায়, সেখানে ৩০০টি মুরগি ছিল। তাই কোন মুরগিটি এই অসাধ্য সাধন করলো তা বের করা অসম্ভব।’
কেন এত বড় ডিম জানতে চাইলে স্টকম্যান জানান, নিবিড় পরিচর্যা ও ভালো খাবারের জন্য এমনটি হতে পারে।
১৯২৩ সাল থেকে প্রতিষ্ঠানটি ডিমের ব্যবসা করছে। কিন্তু এমন ঘটনা এবারই প্রথম।