আজ মাজার জিয়ারতের মধ্যদিয়ে প্রচারণায় নামছে ঐক্যফ্রন্ট


সারাদেশের কিছু বিচ্ছিন্ন নির্বাচনী সহিংসতার মধ্যে আজ বুধবার সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।
বিএনপির নয়াপল্টন কার্যালয়ে মঙ্গলবার বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাদের এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন: আমরা বুধবার হজরত শাহজালাল (র.) ও শাহ পরাণ (র.) এর মাজারে ফাতেহা পাঠের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করব।
নজরুল জানান, ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আবদুর রব ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ তাদের জোটের আরও কয়েকজন নেতা সিলেট গিয়ে প্রচারণা শুরু করবেন।
অন্যদিকে ঢাকায় নির্বাচনী প্রচারণায় নামছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস, ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস, ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী শামীম আরা বেগম।
গতকাল নির্বাচনী প্রচারণার শুরুতেই বিভিন্ন দিকে বিচ্ছিন্ন সংহিসতা ও হতাহতের খবর পাওয়া গেছে।
ফরিদপুরে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম ইউসুফ আল মামুন। তিনি আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশররাফ হোসেনের কর্মী। তাকে বিএনপি সমর্থকরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অন্যদিকে গতরাতে ভাটারা থানা ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কফিল উদ্দিনের বাসায় গভীর রাতে পুলিশ তল্লাশি চালায়। এরপর ছাদ থেকে ফেলে তাকে হত্যার অভিযোগ করেছে তার স্বজন ও ধানের শীষ প্রার্থী শামীম আরা বেগম এর সহকারী মোঃ জাহিদ।
আজ সকালে ঢাকা ১১ আসনে বিএনপি প্রার্থী শামীম আরা বেগম নিহতের বাসায় পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ঘটনাস্থলে যান।
গতকাল ঠাকুরগাঁও এ নির্বাচনী প্রচারণার শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ আসে৷ এরপর নোয়াখালীতে ব্যারিস্টার মওদুদ এবং ওবায়দুল কাদের এর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অনেকে আহত হয়েছে বলে জানা যায়।
এছাড়া ফরিদপুরেও ঐক্যফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা হয় বলে জানা যায়। সরকার দলীয় সমর্থকদের বাধায় বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচনী প্রচারণা চালাতে পারছে না বলে অভিযোগ করেছে বিএনপি৷