বাগাতিপাড়ায় নকলকরার দায়ে দুই শিক্ষার্থী বহিস্কার

বাগাতিপাড়া সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮ | ৩৯৪

নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় নকলকরার অপরাধে বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে দু’জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

শনিবার পরীক্ষা চলাকালীন সময়ে নকলকরার দায়ে তাদেরকে বহিস্কার করেছে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব প্রোকৌশলী খালিদ হোসেন লিটন।

বহিস্কৃত শিক্ষার্থীর মধ্যে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের বানিজ্য বিভিাগের সজিব আলী ও কাদিরাবাদ ক্যান্টমেন্ট পাবলিক স্কুলের বিজ্ঞান বিভাগের শাহরিয়ার হোসেন শুভ।

ওই দু’জন ছাত্র পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার সময়ে হাতে-নাতে ধরা পড়ায় তাদেরকে বহিস্কার করা হওয়ার কথা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু।