যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৪; আহত ২

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:২৬ এএম, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮ | ৪৯৮

যুক্তরাষ্ট্রে টেনেসির একটি রেস্তোরাঁয় এক বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছে। আহত ২ জন। হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

স্থানীয় সময় শনিবার দুপুরে ন্যাশভিল এলাকায়, ওয়াফেল হাউজ নামের একটি রেস্তোরাঁর বাইরে, দুই জনকে গুলি করে হামলাকারী। পরে রেস্তোরাঁয় ঢুকে এলোপাতারি গুলি চালান তিনি। রেস্তোরায় খেতে আসা এক ব্যক্তি অস্ত্র ছিনিয়ে নিলে, পালিয়ে যায় হামলাকারী।

প্রাথমিকভাবে তার নাম ত্রাভিস রেইনঙ্কিং বলে ধারণা করছে পুলিশ। ২৯ বছরের ওই ব্যক্তি, ইলিনয় রাজ্যের বাসিন্দা। কি কারণে তিনি হামলা চালিয়েছেন, তার বিস্তারিত এখনো জানা যায়নি।