টাঙ্গাইলে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১ আহত ১০

শুভ্র মজুমদার
প্রকাশিত: ১০:৩৫ এএম, সোমবার, ২ এপ্রিল ২০১৮ | ২১৪৭

টাঙ্গাইলে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাইফুল ইসলাম বাদশা (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছেন।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বৈল্লা মাগুরটালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত লেগুনা যাত্রী বাদশা কালিহাতী উপজেলার ধুনাইল গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

টাঙ্গাইল সদর মডেল থানার এএসআই খলিলুর রহমান জানান, সকালে কালিহাতীর এলেঙ্গা থেকে লেগুনাযোগে যাত্রীরা টাঙ্গাইল শহরের দিকে আসছিলেন। লেগুনাটি বৈল্ল্যা এলাকায় পৌঁছালে চালক গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এসময় লেগুনাটি একটি গাছের সাথে ধাক্কা লেগে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে লেগুনায় থাকা চালকসহ ১১জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেলারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলে তিনি জানান।

নিহতের ভাতিজা সামসুল হক বলেন, সকাল ৮ টায় আমার চাচা বাদশা মিয়া ও চাচী সেলিনা আক্তার (৫০) দুজনে মিলে মেয়ের সাথে দেখা করতে টাঙ্গাইল যান। ফেরার ফতে দূর্ঘটনাটি ঘটে। এতে আমার চাচী ও গুরতর আহত হন। তিনি টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি আছেন।। আহত হয়েছেন চালকসহ আরও ১০ জন যাত্রী।