মির্জাপুরে বেকারি মালিককে জরিমানা


নোংরা পরিবেশে খাবার তৈরির অভিয়োগে এক বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে উপজেলার ভাবখন্ড বাজারের বেকারিতেস অভিযানকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এই জড়িমানা করেন।
জানা গেছে, উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখন্ড বাজারে নোংরা পরিবেশে কেক বিস্কুট জাতয়ি খাবার তৈরি করে দীর্ঘদিন যাবত তা বাজারজাত করছে একটি বেকারি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত ওই বেকারিতে অভিযান চালায়। এসময় বেকারি মালিক রাসেল খানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, খাবারের মান নিয়ন্ত্রনে রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।