নাগরপুরে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন ফরিদ


টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফরিদুর রহমান ফরিদ ।
সোমবার দুপুরে উপজেলা রিটানিং অফিসারের কার্যালয়ে সৈয়দ ফয়েজুল ইসলামের কাছে মনোনয়ন জমা দেন। মো. ফরিদুর রহমান ফরিদ বলেন দল মনোনয়ন দিলে বিপুল ভোটের মাধ্যমে নাগরপুরের মানুষ আমাকে জয়ী করবে । কারন নাগরপুরের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমি নাগরপুর উপজেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগ হিসেবে নয় নেতাকর্মীর সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। ছাত্রলীগ নাগরপুরে শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলস কাজ করেছি।
উপজেলার ১২টি ইউনিয়নের সকল মানুষের দোয়া ও ভালবাসা রয়েছে আমার প্রতি। সে কারনে আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়ে মানুষের কাছে যাচ্ছি। একই সাথে আমাদের সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরছি। এ সময় তার সঙ্গে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনীর লোকজন ছিলেন।