কক্সবাজার চকরিয়ায় বন্যহাতির আক্রমণে এক কিশোর নিহত

জুনাইদ উদ্দিন
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, রোববার, ১ এপ্রিল ২০১৮ | ৪৭২

কক্সবাজারের চকরিয়ায় মোঃ রিফাত উদ্দিন বাপ্পি (১৬) নামের এক কিশোর বন্য হাতির আক্রমনে নিহত হয়েছে। 

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রং মহলের অলী বাপের এলাকার বগা চত্বর মৌজায় ২০১৪-১৫ সালের সামাজিক বনায়নের পাশে ঘটেছে এ ঘটনা। মোঃ রিফাত রাপ্পি একই এলাকাার মোঃ শাহজাহানের ছেলে।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন এ ঘটনা নিশ্চিত করেছেন।

এলাকাবাসি জানান; বাপ্পি হাতির আক্রমনে ঘটনাস্থলেই মারা যায়। আক্রমনের পরপরই এলাকাবাসি ওই কিশোরের লাশ উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার বিকালে তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।