ধনবাড়ীতে দুর্নীতি বিরোধী মানববন্ধন


“বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের শেষদিনে রোববার দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়রম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, প্রেসকাব সম্পাদক আনছার আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফুল্ল চন্দ্র বসাক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মীর আশরাফ হোসেন, কলেজিয়েট মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুদুর রহমান, নওয়াব ইনস্টিটিউশনের সাবেক শিক্ষক শামছুল হক, মাওলানা ইদ্রিস হুসাইন, আবু তাহের প্রমূখ।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য, সততা সংঘ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।