মধুপুরে মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত


টাঙ্গাইলের মধুপুরে মুক্তিযোদ্ধের চেতনায় একটি সুন্দর দেশ গড়ার অঙ্গীকার নিয়ে মাদক ও জঙ্গী বিরোধী সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে মধুপুর থানা চত্বরে এএসপি সার্কেল (মধুপুর) মো. কামরান হোসেন এর সভাপতিত্বে মধুপুর থানার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান, উপজেলা আ’লীগ সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, পৌর মেয়র মাসুদ পারভেজ, উপজেলা আ’লীগ সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, মধুুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ, এ্যাড. ইয়াকুব আলী, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু প্রেসক্লাব সভাপতি মো. আঃ আজিজ প্রমুখ।
এ সমাবেশে সাংবাদিক হাবিবুর রহমান, এস এম সহিদ, নাজমুছ সাদাৎ নোমান, মোজাম্মেল হক, আকবর হোসেন, আমিনুল ইসলাম সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।