‘আশিকি ৩’ তে বরুণ-আলিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ এএম, সোমবার, ২ এপ্রিল ২০১৮ | ৪৯৫

১৯৯০ থেকে ২০১৩। ২৩ বছরের ব্যবধানে যখন ছবিটির দ্বিতীয় খণ্ড বের হয় তখন তাঁর সাফল্য নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বক্স অফিস জমিয়ে ব্যবসা করে ১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘আশিকি’ ছবির সিক্যুয়েল ‘আশিকি ২’। শুধু তাই নয় প্রথম খণ্ডের মতো দ্বিতীয় খণ্ডের গানগুলোও ছিল ভক্তদের মুখে মুখে। তাই তড়িঘড়ি করে নয় ধীরে-সুস্থে এর তৃতীয় খণ্ড পর্দায় মুক্তি দিতে চান ছবিটির পরিচালক-প্রযোজক। 

তবে কারা হতে যাচ্ছেন তৃতীয় খণ্ডের নায়ক-নায়িকা? প্রথমে আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রার নাম শোনা গেলেও ছবিটির ঘনিষ্ঠ একটি সূত্র জানাচ্ছে আলিয়ার সঙ্গে অভিনয় করতে ইচ্ছুক নন সিদ্ধার্থ। তাই সিদ্ধার্থের বিকল্প খুঁজতে একই ছবির মাধ্যমে পর্দায় অভিষেক হওয়া বরুণ ধাওয়ানকে বেছে নিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা।  

বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, ‘আলিয়া এবং বরুণের বিশাল ভক্তের একটি দল রয়েছে। তাঁরা তাঁদের ভারিয়া বা ভালিয়া নামে ডাকে। আলিয়া-বরুণ অভিনীত সব ছবিই পর্দায় হিট করেছে। তাই এটা সময়ের ব্যাপার যে বিশেষ ফিল্মস আশিকি ৩-এর জন্য এই হিট জুটিকে নিতে যাচ্ছেন। ছবিতে সঙ্গীত একটি বড় ভূমিকা পালন করবে।’ 

এদিকে ‘আশিকি ২’-এর নির্মাতা মোহিত সুরি বলেন, “এটা ভালোবাসার একটি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ছবিটি পর্দায় ফিরে আসা উচিত সঠিক কারণের ভিত্তিতে। আমি ‘আশিকি ২’ তৈরি করতাম যদি এর নাম আরজে (রাহুল জয়কার-আদিত্য রায় কাপুর) কি লাভ স্টোরিও হতো। আমি ছবিটা বানাতে চেয়েছি কারণ আমি একটি গল্প বলতে চাই। শুধু ছবির নাম দেখে একটি ছবি বানানো উচিত নয়। আপনি তাঁদের প্রেক্ষাগৃহে টেনে আনতে পারেন কিন্তু জোর করে ছবির কাহিনী তাঁদের পছন্দ করাতে পারবেন না। আমি সব হারাতে পারব কিন্তু বাজে ‘আশিকি ৩’ তৈরি করে ‘আশিকি ২’-এর দর্শক হারাতে পারব