দুই দিনে ‘বাঘি ২’-এর আয় ৪৫ কোটি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ এএম, সোমবার, ২ এপ্রিল ২০১৮ | ৪৮৯

বক্স অফিসে বেশ বড় চমকই দিয়েছে টাইগার শ্রফ অভিনীত ‘বাঘি-২’ ছবিটি। সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’কে পেছনে ফেলে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘বাঘি-২’। 

ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, প্রথম ও দ্বিতীয় দিন মিলিয়ে ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৪৫ কোটি রুপিতে। ভারতের বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ একটি টুইটে জানান, ‘বাঘি-২’ একটি লটারি। চমক অব্যাহত রেখেছে। শুক্রবার ছবিটি আয় করেছে ২৫ কোটি রুপি এবং দ্বিতীয় দিনে ছবিটি আয় করেছে প্রায় ২০ কোটি রুপি। সব মিলিয়ে ছবিটির আয় দাঁড়িয়েছে ৪৫ কোটি রুপিতে। 

‘বাঘি-২’ ছবিতে টাইগার শ্রফ ছাড়াও আরো অভিনয় করছেন দিশা পাটানি, রণদ্বীপ হুদা, প্রতীক বাব, এবং মনোজ বাজপেয়ী। ছবিটি পরিচালনা করেছেন আহমেদ খান। প্রযোজনায় রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালার গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট প্রোডাকশন। 

ছবিটির সাফল্যে এরইমধ্যে এর তৃতীয় খণ্ড নির্মাণের ঘোষণা দিয়েছেন ছবিটির প্রযোজক। এর কেন্দ্রীয় চরিত্রে থাকছেন টাইগার শ্রফ। তবে তৃতীয় খণ্ডে নায়িকার চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে নিশ্চিত করেননি প্রযোজক। প্রথম পর্বের মতো শ্রদ্ধা কাপুর নাকি দ্বিতীয় থণ্ডের মতো দিশা পাটানিই নায়িকার চরিত্রে থাকবেন কি না, তা এখন সময়ের অপেক্ষা।