স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জন

কালিহাতীতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৭ এএম, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮ | ৬৪৪

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রাটি কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্ত¡র থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত¡রে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনসাধারন।