সুরাজপুর ইসলামিয়া ইবতেদায়ী মাদরাসার অভাবনীয় সাফল্য


ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭ এর ফলাফলের ভিত্তিতে -- ট্যালেন্টপুল ৬জন ও সাধারণ ২জন বৃত্তি পেয়েছে সুরাজপুর ইসলামিয়া ইবতেদায়ী মাদরাসা।
জানা যায়,বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকা ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭ এর প্রাথমিক বৃত্তি প্রাপ্ত, চকরিয়া উপজেলা সুরাজপুর- মানিকপুর ইউনিয়নের সুরাজপুর ইসলামিয় ইবতেদায়ী মাদরাসায় ৬ জন ট্যালেন্টপুল, ২ জন সাধারণ বৃত্তি পেয়েছে।
ট্যালেন্টপুল- উম্মে কুলছুম বেগম (১৮৫৬), মোঃ ছাদেক হোছন(১৮৪১), তৈয়বা জন্নাত (১৮৫৮), সাবরিনা জন্নাত (১৮৬০), সাদিয়া তাসমিন(১৮৫৯), ফাতেমা জন্নাত (১৮৬১), সাধারণ-- মোঃ সাকিব মিয়া( ১৮৪৮), মোহাম্মদ হেলালা উদ্দিন ( ১৮৪৯)।
মাদরাসার পরিচালক মাওলানা মোঃ এহছান হাবিব পারভেজ-- মাদরাসা এই বিরাট সাফল্যের জন্য এলাকাবাসী ও মাদরাসার সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যৎ এ আরো ফলাফল ভাল করার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা আবশ্যক।