বঙ্গবন্ধুর মত শেখ হাসিনারও যুবলীগের প্রতি আস্থা আছে

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮ | ১৬৪৮

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি বলেছেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনারও যুবলীগের প্রতি আস্থা আছে। সেই আস্থা রেখেই তিনি কাজ করে যাচ্ছেন।

তিনি সোমবার বিকেলে উপজেলার বাশতৈল ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বাশতৈল ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন প্রথম পর্বে সভাপতিত্ব করেন। সম্মেলন উদ্বোধান করেন উপজেলা যুবলীগের আহবায়ক শামিম আল মামুন।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, জেলা আওয়ামীলীগ নেতা মেজর (অব ) খন্দকার আব্দুল হাফিজ,সহসভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, লতীফপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, বাশতৈল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, যুবলীগ নেতা আজাহারুল ইসলাম, আবিদ হোসেন শান্ত প্রমুখ।

এমপি একাব্বর হোসেন বলেন দেশের অনেক ক্রান্তিকালে যুবলীগ গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছে। ভবিষ্যতেও রাখবে বলে আমার বিশ্বাস। আগামী নির্বাচনে আওয়ামীলীগের বিজয়ের ক্ষেত্রে যুবলীগকে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে হবে।

দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে লুৎফর রহমান কলিনকে সভাপতি এবং সাগর আহামেদ লাভলুকে সাধারন সম্পাদক করে বাশতৈল ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষনা করা হয়।


শামসুল ইসলাম সহিদ/পিএইচ