ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরায়েলের ওপর কঠোর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ | ৮১

বেলজিয়াম সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি অধিবেশনে এই স্বীকৃতি দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ম্যাকসিম প্রেভো। খবর আল জাজিরা।

মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘ফিলিস্তিনকে বেলজিয়াম স্বীকৃতি দেবে জাতিসংঘ অধিবেশনে! এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।‘

প্রেভো জানান, ইসরায়েলের বিরুদ্ধে বেলজিয়াম ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। এর মধ্যে রয়েছে—অবৈধ বসতি থেকে আমদানি নিষিদ্ধকরণ এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতির পুনর্মূল্যায়ন।

তিনি আরো বলেন, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে।

গত জুলাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ঘোষণা দেন, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। এরপর ইউরোপের আরো কয়েকটি দেশ একই সিদ্ধান্তের ইঙ্গিত দেয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ বছরের এপ্রিল পর্যন্ত ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি দেশ এরইমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।