বাংলাদেশ ইউপি চেয়ারম্যান সমিতি মির্জাপুরের
আজগানা ইউপি চেয়ারম্যান রফিক সাধারণ সম্পাদক নির্বাচিত


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১১ নং আজগানা ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের বন ও াপরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শিকদার বাংলাদেশ ইউনিয়ন পরিষদ পরিষদ চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার রাজধানী ঢাকায় কৃষিবিদ ইনষ্টিটিউট মিলনায়তনে সারা দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে বার্ষিক কাউন্সিল অধিবেশন তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনে বাংলাদেশ চেয়ারম্যান সমিতির আহবায়ক ও বাগদাদী(চাঁদপুর) ইউপি চেয়ারম্যান- মোঃ বেলাল হোসেন গাজী বিল্লাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী- মোঃ তাজুল ইসলাম এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- অসিম কুমার এম.পি। স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব, হেলাল উদ্দিন আহমেদ। অতিরিক্ত সচিব- রোকসানা কাদের। বাংলাদেশ চেয়ারম্যান সমিতির উপদেষ্টা ও টাঙ্গাইল মির্জাপুর উপজেলা চেয়ারম্যান- মীর এনায়েত হোসেন মন্টু। উপদেষ্টা- মস্তাক আহমেদ পলাশ।উপদেষ্টা- এ.কে.এম আব্দুল মতিন।উপদেষ্টা- গোলাম মোস্তফা ফটিক। প্রফেসর নাজমুল হাসান সলিমুল্লাহ্।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে, চাঁদপুর বাগদাদী ইউপি চেয়ারম্যান-মোঃ বেলাল হোসেন গাজী বিল্লাল কে সভাপতি এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বংশাই স্কুল এন্ড কলেজের দাতা সদস্য এবং মির্জাপুর উপজেলার ১১ নং আজগানা ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান- রফিকুল ইসলাম (রফিক সিকদার) কে সাধারন সম্পাদক নির্বাচিত করে ১৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এদিকে, আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার কেন্দ্রীয় চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাাদৎ হোসেন সুমন, মির্জাপুর উ্পজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।