ওয়াশিংটন পোস্ট

ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরে ট্রাম্পের ক্ষমতা প্রদর্শন: এবার লক্ষ্য শিকাগো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩১ পিএম, রোববার, ২৪ আগস্ট ২০২৫ | ১২৬

অপরাধ, গৃহহীনতা এবং অবৈধ অভিবাসন দমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর পেন্টাগন এবার শিকাগোতে সামরিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে। এমনটি জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘শিকাগো একটি বিশৃঙ্খল জায়গা।‘ তিনি শিকাগোর ডেমোক্র্যাট মেয়রের সমালোচনা করে আরো বলেন, ‘সম্ভবত এর (ওয়াশিংটন ডিসির পর) পরেই আমরা সেটি ঠিক করতে যাব।‘

শনিবার গভীর রাতে পেন্টাগন এক বিবৃতিতে জানায়, পেন্টাগন একটি পরিকল্পনা সংস্থা এবং ফেডারেল সম্পদ ও কর্মীদের সুরক্ষার জন্য অন্য সংস্থার অংশীদারদের সঙ্গে ক্রমাগত কাজ করছে।

শিকাগোর অন্তর্ভুক্ত ইলিনয়ের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিটজকার এক বিবৃতিতে বলেন, কোনো ধরনের সহায়তার ব্যাপারে ফেডারেল সরকার তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। তিনি বলেন, এমন কোনো জরুরি অবস্থা নেই যেখানে ন্যাশনাল গার্ড বা অন্য সামরিক বাহিনীর মোতায়েন প্রয়োজন।

প্রিটজকার আরো বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প একটি সংকট তৈরি করার চেষ্টা করছেন, যারা ইউনিফর্ম পরে দেশের সেবা করেন তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন এবং কর্মজীবী পরিবারগুলোর ওপর যে যন্ত্রণা চাপিয়েছেন তা থেকে মনোযোগ সরাতে তার ক্ষমতার অপব্যবহার অব্যাহত রেখেছেন।‘

শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন শুক্রবার বলেন, ন্যাশনাল গার্ডের যেকোনো বেআইনি মোতায়েনের প্রভাব সম্পর্কে শহরের গুরুতর উদ্বেগ রয়েছে। মেয়র বলেন, ‘প্রেসিডেন্টের এই পদ্ধতির সমস্যা হলো এটি অসংগঠিত, অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক।‘ তিনি আরো জানান, গত এক বছরে শিকাগোতে হত্যাকাণ্ড ৩০ শতাংশের বেশি কমেছে, ডাকাতি কমেছে ৩৫ শতাংশ এবং গোলাগুলির ঘটনা প্রায় ৪০ শতাংশ কমেছে।

ট্রাম্পের অনুরোধে গত সপ্তাহে তিনটি রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যের গভর্নররা শত শত ন্যাশনাল গার্ড সৈন্যকে ওয়াশিংটন ডিসিতে পাঠিয়েছেন। ট্রাম্প তার দেশের রাজধানীকে অপরাধে পরিপূর্ণ শহর হিসেবে চিহ্নিত করেছেন। তবে দেশটির বিচার বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর ওয়াশিংটনে সহিংস অপরাধের হার ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল।

এর আগে জুনে, ফেডারেল কর্মকর্তাদের গণ অভিবাসন অভিযানের প্রতিবাদ চলাকালীন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নরের ইচ্ছা সত্ত্বেও ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে ৭০০ মেরিন এবং ৪০০০ ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েনের নির্দেশ দেন।