গাজাবাসীর জন্য ভিসা বন্ধ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, রোববার, ১৭ আগস্ট ২০২৫ | ২০১

গাজার বাসিন্দাদের জন্য সব ভিজিটর ভিসা আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা দেয়ার প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনা না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। খবর আল জাজিরা।

শনিবার এ ঘোষণা দেয়া হয়। এরই মধ্যে ইসরায়েলের হামলা ও দুর্ভিক্ষে গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৮২৭ জনে। এর আগের দিন ডানপন্থী কর্মী লরা লুমারের একটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক শুরু হয়।

লুমারের এ বক্তব্য কিছু রিপাবলিকানদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান চিপ জানান, তিনি বিষয়টি নিয়ে অনুসন্ধান করবেন।

ফ্লোরিডার র‍্যান্ডি ফাইন এই প্রবেশকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন।