ধনবাড়ীতে কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ 

হাফিজুর রহমান
প্রকাশিত: ০৫:২২ পিএম, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ | ৪৪৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে কোটা বিরোধী আন্দোলনের নানা কর্মসূচী পালন করেছে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারী কলেজ, জামালপুর আশেক মাহমুদ কলেজ, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ, করটিয়া সা’দত কলেজ ও কুমদিনি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্প্রতিবার (১৮ জুলাই) সকাল ১১ টায় ধনবাড়ী সরকারী কলেজ মাঠ থেকে প্রায় দুই হাজার শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।

পরে ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে অবস্থান নেয়। অন্যদিকে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ফুটবল খেলতে থাকেন। পাশাপাশি বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এসময় সরকারী ধনবাড়ী কলেজের শিক্ষার্থী ফজলে রাব্বী, মধুপুর সরকারী কলেজের শিক্ষার্থী মুন্না, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী সুসমিতা লেনি, উজ্জল, করটিয়া সা’দত কলেজের শিক্ষার্থী রিয়া আক্তার, কুমুদিনি কলেজের শিক্ষার্থী রাফিয়া সুলতানা,  সরকারী ধনবাড়ী কলেজের শিক্ষার্থী শায়লা জামান স্বর্ণা, নাদিয়া আক্তার বর্ষা সহ অন্যান্য শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ঢাকা সহ দেশের বিভন্ন স্থানে কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সহপাঠি শিক্ষার্থীর বিচার দাবী ও ছাত্র লীগের অত্যাচার ও স্বৈরাচারী অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং কী কোটা পদ্ধতি বাতিল না করা হলে আগামী দিনে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। 

বিক্ষোভ চলাকালে দুই ঘন্টা ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা তাদের কর্মসূচী পালন করে ধনবাড়ী সরকারী কলেজ মাঠে গিয়ে শেষ করেন।