মাদকাসক্ত পুত্রের হাতে পিতা খুন, পুত্র গ্রেফতার

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭ | ৫২০

টাঙ্গাইলের মির্জাপুরে মাদকাসক্ত পুত্র ফিরোজ (৩৫) কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করল বৃদ্ধ পিতা ফটিক মিয়া(৫৫) কে। নেশা করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে পুত্র তার পিতাকে খুন করে বলে জানা গেছে।

নৃশংস এই খুনের ঘটনাটি ঘটেছে উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামে। থানা পুলিশ পিতাকে খুনের অভিযোগে ঘাতক পুত্র ফিরোজকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, ফিরোজ মাদকাসক্ত। আয় রোজগার না থাকলেও তার মাদক সেবন চলে নিয়মিত। বৃদ্ধ পিতা অন্যের বাড়িতে কাজ করে সংসারের ব্যয়ভার বহন করছিল।

মাদকাসক্ত পুত্র তার পিতাকে অন্যের বাড়িতে কাজ করতে নিষেধ করলে পিতা তার পুত্রকে নেশা ছাড়তে বলে। এনিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে এাগারটার দিকে কথা কাটাকাটির এক পর্যায় মাদকাসক্ত পুত্র কুড়াল দিয়ে কুপিয়ে তার বৃদ্ধ পিতাকে খুন করে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

খুনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুত্র ফিরোজকে গ্রেফতার করেছে বলে মির্জাপুর থানার উপ পরিদর্শক মনিরুজ্জামান মুন্সি জানিয়েছেন।