মধুপুরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের মতবিনিময়

মধুপুর প্রতিুনিধি
প্রকাশিত: ০৫:২৬ পিএম, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ | ৩৭৫

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর ) সকালে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন,মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, থানার ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ আহম্মেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম ও মহিষমারা ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন মহির সহ অন্যান্যরা ।

সভায় এলাকার গন্যমান্যব্যক্তি সহ সুধীজনরা উপস্থিত ছিলেন।